The Air Force will take officer cadets
অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: ৮৬তম বিএএফএ কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা
বয়স: ০৭ জুলাই ২০২২ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শারীরিক যোগ্যতা
পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি
নারীর ক্ষেত্রে জিডি(পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যদের ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখের মাপ ৬ বাই ৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: ১০,০০০ টাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পরীক্ষার সময়সূচি
সম্ভাব্য যোগদানের তারিখ: ০৭ জুলাই ২০২২