পদ্মা ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, শুরুতে বেতন ৫০ হাজার, পরের বছর ৬৫
পদ্মা ব্যাংক লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে প্রাথমিকভাবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। দক্ষতার সঙ্গে শিক্ষানবিশকাল শেষে দুই বছর পর এক্সিকিউটিভ অফিসার হিসেবে পদোন্নতি দেওয়া হবে।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি প্রোগ্রাম)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৪.০০–এর স্কেলে সিজিপিএ–৩.০০।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: প্রথম বছর ৫০ হাজার, দ্বিতীয় বছর থেকে ৬৫ হাজার টাকা।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের পদ্মা ব্যাংকের ওয়েবসাইটের (https://www.padmabankbd.com) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২১
Instructions:
- 1. Get Registered.
- 2. You will get a system generated tracking number.
- 3. Preserve the Tracking Number and Password for future use.
- 4. Without refresh/reload you should complete all the steps.
- 5. After submission of application no changes will be allowed.
- 6. Duplicate application will disqualify the candidature.
- 7. Note: Application form build based on javascript. Your browser javascript should enabled.
Contact:
For any technical query please contact at 01749253702 (From 10:00 AM to 6:00 PM).
Email: [email protected]