New appointment as Officer Cadet in Bangladesh Navy
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সার্কুলার (নতুন নিয়োগ)
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ০৪ টি পদে অসংখ্য নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ নৌবাহিনী |
চাকরির ধরন | সরকারি চাকরি (ডিফেস্ন) |
কোন কোন জেলা | সকল জেলা |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাশ |
পদের নাম | নাবিক, এমওডিসি এবং অফিসার ক্যাডেট |
পদ সংখ্যা | ০৪ টি |
নিয়োগ সংখ্যা | অসংখ্য |
প্রার্থীর বয়স | ১৭-২০ অথবা ২২ বছর |
হেলপলাইন | 01707609017 |
ই-মেইল | [email protected] |
আবেদনের মধ্যম | অনলাইন এবং ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ১৯,২২,২০ সেপ্টেম্বর এবং ২৫ আক্টোবর ২০২১ |
ওয়েবসাইট | joinnavy.navy.mil.bd |
নতুন প্রকাশিত চারটি নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১ অফিসার ক্যাডেট
বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত পদের বিবরন, যোগ্যতা, শারীরিক মান দেওয়া হলো।
- পদের নাম: অফিসার ক্যাডেট
- পদ সংখ্যা: অসংখ্য
- শিক্ষায় যোগ্যতা: এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান বিভাগে)/সমমান
- নূন্যতম জিপিএ ৪.৫০
- বয়স: সাড়ে বছর ১৬ বছর-২১ বছর।
- সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮-২৩ বছর।
- আবেদনের মাধ্যম: অনলাইন।
- আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২১
প্রার্থীর শারীরিক মান ন্যুনতম
বিবরণ | পুরুষ | মহিলা |
উচ্চতা | ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”) | ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”) |
ওজন | ৫০ কেজি | ৪৭ কেজি |
বুকের মাপ | স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”) সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২”) |
স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮”) সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০”) |
বৈবাহিক অবস্থা | অবিবাহীত | অবিবাহীত |
জাতীয়তা | শুধু মাত্র বাংলাদেশ পুরুষ নাগরিক | শুধু মাত্র বাংলাদেশ মহিলা নাগরিক |
নিয়োগ বিজ্ঞপ্তি -১
সার্কুলার PDF
আবেদন করুন
নিয়োগ বিজ্ঞপ্তি -২
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- পদের নাম: নিম্ন করণিক কাম কম্পিউটার আপারেটর
- পদ সংখ্যা: ১ টি
- শিক্ষায় যোগ্যতা: বিজ্ঞান/বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ।
- দক্ষতা: কম্পিউটারে টাইপিং স্প্রিড বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩৫ থাকতে হবে।
- বয়স: ৩০ বছর।
- আবেদনের মাধ্যম: ডাকযোগে।
- আবেদনের শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২১
আবেদনপত্র পৌছানের ঠিকানা: আবেদনপত্র উপরে উল্লেখিত তারিখে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেকশন, খুলনা শিপইয়ার্ড লিমিটেড এ পৌছাতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি -৩
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১
- পদের নাম: দক্ষ ওয়েল্ডার
- পদ সংখ্যা: ১৫ টি
- শিক্ষায় যোগ্যতা: ৮ম পাশ
- অভিজ্ঞতা: ৫ বছরের
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
- মজুরি: শ্রমিকের মজুরি কাঠামো অনুযায়ী
- পদের নাম: দক্ষ ফিটার
- পদ সংখ্যা: ১৫ টি
- শিক্ষায় যোগ্যতা: ৮ম পাশ
- অভিজ্ঞতা: ৫ বছরের
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
- মজুরি: শ্রমিকের মজুরি কাঠামো অনুযায়ী
- পদের নাম: মেশিন অপারেটর
- পদ সংখ্যা: ০৫ টি
- শিক্ষায় যোগ্যতা: ৮ম পাশ
- অভিজ্ঞতা: ২ বছরের
- বয়স: সর্বোচ্চ ২৫ বছর
- মজুরি: শ্রমিকের মজুরি কাঠামো অনুযায়ী
- পদের নাম: আধা দক্ষ ফিটার
- পদ সংখ্যা: ২০ টি
- শিক্ষায় যোগ্যতা: ৮ম পাশ
- অভিজ্ঞতা: ৫ বছরের
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
- মজুরি: শ্রমিকের মজুরি কাঠামো অনুযায়ী
- পদের নাম: আধা দক্ষ কাটার
- পদ সংখ্যা: ২০ টি
- শিক্ষায় যোগ্যতা: ৮ম পাশ
- অভিজ্ঞতা: ৫ বছরের
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
- মজুরি: শ্রমিকের মজুরি কাঠামো অনুযায়ী
- সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন
- আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২১
- আবেদনের মাদ্যম: আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত কপিসহ উল্লেখিত তারিখে সকাল ৯ টার মধ্যে সরাসরি অত্র প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল প্রার্থীকে প্রতিষ্ঠান কর্তৃক বলা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি -৪
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১ নাবিক ও এমওডিসি
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার, নেভী’র অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হয়েছ ১৮ আগস্ট ২০২১ তারিখে। নৌবাহিনী হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌ যুদ্ধ শাখা। ১৯৭১ সালে নৌবাহিনী গঠিত হয়। এ বাহিনী টি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ঘাঁটি ও অর্থনৈতিক অঞ্চল ছাড়াও দেশের প্রায় ১ লক্ষ ১৮ হাজার ৮ শত ১৩ বর্গ কিলোমিটার সামুদ্রিক অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।
- শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) (পুরুষ)
- শিক্ষায় যোগ্যতা: এসএসসি/সমমান,
- বিজ্ঞান বিভাগে জিপিএ ন্যূনতম 3.50
- বেতন: অফিস নির্ধারিত
- কাজের ধরন: ফুলটাইম
অন্যান্য যোগ্যতা: এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সােসাইটি টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
- শাখার নাম: মেডিকেল (পুরুষ ও মহিলা)
- শিক্ষায় যোগ্যতা: জীব বিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান,
- বিজ্ঞান বিভাগে জিপিএ ন্যূনতম 3.50
- বেতন: অফিস নির্ধারিত
নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার সিভিল
- শাখার নাম: পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ) (পুরুষ)
- শিক্ষায় যোগ্যতা: পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমডিসি নৌ,
- এর ক্ষেতে এসএসসি/সমমান-জিপিএ ন্যূনতম 3.00
- বেতন: অফিস নির্ধারিত
- শাখার নাম: রাইটার ও স্টোর (পুরুষ ও মহিলা)
- শিক্ষায় যোগ্যতা: কুক ও স্টুয়ার্ড,
- এর ক্ষেতে এসএসসি/সমমান-জিপিএ ন্যূনতম 2.50
- বেতন: অফিস নির্ধারিত
- শাখার নাম: টোপাস (পুরুষ)
- শিক্ষায় যোগ্যতা:৮ম পাশ
- বেতন: অফিস নির্ধারিত
নৌবাহিনীতে চাকরির ক্ষেত্রে প্রার্থীর শারীরিক যোগ্যতা: ন্যূনতম
আরোও অন্যান্য যোগ্যতা:
নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার এ আবেদনের জন্য প্রর্থীর অতিরিক্ত যে সকল যোগ্যতাগুলো অবশ্যই থাকতে হবে সেগুলো নিম্নে দেওয়া হলো। আবেদনের জন্য যেনেনিন।
- বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে
- অবশ্যই সারাত জানতে হবে।
- অবিবহিত হতে হবে।
- প্রার্থীর বয়স: পহেলা জানুয়ারি ২০২২ তারিখে
- নাবিক পদের জন্য বয়স ১৭ থেকে ২০ বছর
- এমওডিসি পদের জন্য বয়স ১৭ থেকে ২২ বছর।
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২১
You must be logged in to post a comment.