Jobs at Sheikh Hasina Burn Institute, application time for 44 posts increased
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চাকরি, ৪৪ পদে আবেদনের সময় বাড়ল
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি ৮টি পদে মোট ৪৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয় ১০ আগস্টে। আবেদনের সময় বাড়ানো হয়েছে। এখন আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর—০৪
২. সহকারী লাইব্রেরিয়ান—০১
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক—১৮
৪. স্টোরকিপার—০৩
৫. ওয়ার্ড মাস্টার—০৯
৬. লিলেন কিপার—০২
৭. টেলিফোন অপারেটর—০৩
৮. ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার—০৪
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরিতে আবেদনের বয়স
আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল প্রার্থীর বয়স ১ আগস্টে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। নতুন সংশোধনী বিজ্ঞপ্তিতে সেটিও সংশোধন করা হয়েছে।
গত বছরের মার্চে বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ে। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় বাংলাদেশে, প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। করোনা ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকারি চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেওয়া হয়েছে। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরির সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৫ মার্চ যে প্রার্থীর বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। http://shnibps.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করা যাবে।
source: prothomalo