Job opportunities for 28 people in 5 posts in Naogaon DC office
নওগাঁ ডিসি কার্যালয়ে ৫টি পদে ২৮ জনের চাকরির সুযোগ
নওগাঁর জেলা প্রশাসকের কার্যালয়ে ৫টি পদে মোট ২৮ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০৩
২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১২
৩. লাইব্রেরি সহকারী-০১
৪. হিসাব সহকারী-০৯
৫. সার্টিফিকেট সহকারী-০৩
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। চাকরির শর্তাবলি ও যোগ্যতা সম্পর্কে জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের বয়স
গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন। ১৮ মার্চ করোনায় বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই চাকরির আবেদনের জন্য বয়সসীমা কমিয়ে দেয় সরকার। গত বছর ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে নওগাঁর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স ১৮–৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা http://dcnaogaon.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।