Government Job Circular
IRRI is taking people to Bangladesh office near graduation
October 26, 2021
1,624
স্নাতক পাসে বাংলাদেশ অফিসে লোক নিচ্ছে ইরি
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইরি) তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে রিসার্চ টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকেরা আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: রিসার্চ টেকনিশিয়ান
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: এইচএসসি/স্নাতক ডিগ্রি। এইচএসসি পাস হলে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রিধারীদের দুই বছরের চাকরির অভিজ্ঞতা। কম্পিউটারের এমএস অফিস সম্পর্কে জ্ঞান থাকা বাধ্যতামূলক এবং ল্যাবরেটরিতে শস্যদানার গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা: বেতন ২৩,৩৩৩-৪৭,৩৬৭ টাকা। এ ছাড়া বাড়িভাড়া ভাতা, যোগাযোগ ভাতা, উৎসব বোনাস ও স্বাস্থ্যবিমা সুবিধা রয়েছে।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটের (https://www.irri.org/jobs) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২১